ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ৮, ২০২২
সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (০৮ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি বাদশাহকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

ধারণা করা হচ্ছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সালমান বিন আব্দুল আজিজের বয়স ৮৬ বছর চার মাস। ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সৌদি রাজপরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আব্দুল আজিজ আল সৌদ ও মায়ের নাম হাসসা বিনতে আহমেদ আল সুদাইরী। তিনি ২০১৫ সালে সৌদি আরবের শাসক হন।

এর আগে ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। বাদশাহ সালমান ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন। এছাড়া কয়েক সপ্তাহ আগে রিয়াদের একটি হাসপাতালে তার হার্টে পেসমেকার প্রতিস্থাপন করা হয়।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ০৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।