কিয়েভের হামলায় ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলের একটি কারাগারে ৪০ ইউক্রেনীয় কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ ইউক্রেনীয় কয়েদি।
একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ওলেনিভকাতে। সেখানে আজভ ব্যাটালিয়নের যোদ্ধাসহ ইউক্রেনের অন্যান্য যুদ্ধবন্দীরা ছিল।
হামলায় ৪০ ইউক্রেনীয় কয়েদি নিহত ও ৭৫ জন আহত হয়। এছাড়া কারাগারে থাকা আরও আট জন কর্মীও আহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। শুক্রবার (২৯ জুলাই) ১৫৬ তম দিনে গড়িয়েছে এই যুদ্ধ। এ সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দোনেৎস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিঝিয়ার আংশিক এলাকার দখল নিয়ে রুশ বাহিনী।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
ইআর