যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার ( ৩০ জুলাই) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। গত ২১ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে বুধবার ( ২৭ জুলাই) বাইডেনের করোনার ফল নেগেটিভ আসে।
শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন।
গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।
বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেন, নতুন করে চিকিৎসা নিতে হবে না। তবে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে।
এরইমধ্যে দুবার করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ইআর
An update from Dr. Kevin O’Connor, Physician to the President. pic.twitter.com/40oqYOYTQN
— The White House (@WhiteHouse) July 30, 2022