মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফর নিয়ে ক্ষুব্ধ চীন। এ নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছে।
তাইওয়ান ঘিরে ছয়টি স্থানে সামরিক মহড়া শুরু করে চীন তাদের ক্ষোভ প্রদর্শন করছে।
১৯৯৬ সালে তাইওয়ান যখন আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছিল, তখনও চীন এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল।
চীনের সামরিক মহড়ার কারণে তাইওয়ানের সামুদ্রিক জাহাজ ও প্লেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তাইওয়ানের চারপাশের ব্যস্ত সমুদ্রপথের জাহাজগুলো পথ পরিবর্তন করে চলছে।
তবে চীনের এমন সামরিক মহড়া দেখে অভ্যস্ত তাইওয়ানের মানুষ। তারা বলছেন, গত ৭০ বছর ধরেই চীনের এমন হুমকির মধ্যে তাদের বাস। এমন পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন নন।
তাইওয়ানের উত্তর উপকূলে একটি মাছের বন্দরে এক মৎস্যজীবী বিবিসিকে বলেন, যখন রাজনীতিকরা লড়াই করে, তখন ফল ভোগ করতে হয় আমাদের। আমাদের কিছু করার নেই। এখন ওদিকে মাছ ধরতে যাওয়া বিপজ্জনক। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
তাইওয়ানের অধিকাংশ মানুষ মনে করেন তাইওয়ান আক্রমণ করবে না চীন।
আরেক মৎস্যজীবী বলেন, ঐ কমিউনিস্টরা বড় বড় কথা বলে। কিন্তু তারা কিছু করতে পারবে না। গত ৭০ বছর ধরে তাদের হুমকির মধ্যে বসবাস করছি।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
নিউজ ডেস্ক