ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন সীমান্তের কাছে সামরিক মহড়া চালাবে ভারত-যুক্তরাষ্ট্র  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
চীন সীমান্তের কাছে সামরিক মহড়া চালাবে ভারত-যুক্তরাষ্ট্র  

চীন সীমান্তের কাছে যৌথ সামরিক অভিযান চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র।  ভারতের সঙ্গে বিরোধপূর্ণ চীনের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরে এই মহড়া অনুষ্ঠিত হবে।

 

ভারতীয় একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে ,   ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

আউলি শহর হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। সামরিক মহড়া প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা আসেনি।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে।

 এদিকে ২০২০ সালের জুনে লাদাখে ভারত ও চীন সেনাদের সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হন।  

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।