ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেদের জলসীমার মধ্যেই মহড়া চলছে, তাইওয়ান আমাদের: চীন  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
নিজেদের জলসীমার মধ্যেই মহড়া চলছে, তাইওয়ান আমাদের: চীন  

নিজেদের জলসীমার মধ্যে চীন মহড়া চালাচ্ছে বলে দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি মন্ত্রণালয়টি বলছে তাইওয়ান চীনের একটি অংশ।

সোমবার ( ৮ আগস্ট) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়।  

তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা থামানো হয়নি।  
এ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে এই সামরিক মহড়া চলছে।  

 মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার ( ৪ আগস্ট) থেকে এই মহড়া শুরু হয়। পেলোসির সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রেখেছিল চীন। তবে পেলোসি এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।