নিজেদের জলসীমার মধ্যে চীন মহড়া চালাচ্ছে বলে দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি মন্ত্রণালয়টি বলছে তাইওয়ান চীনের একটি অংশ।
তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা থামানো হয়নি।
এ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে এই সামরিক মহড়া চলছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার ( ৪ আগস্ট) থেকে এই মহড়া শুরু হয়। পেলোসির সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রেখেছিল চীন। তবে পেলোসি এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
ইআর